Wednesday - 2 April, 2025 +10 344 123 64 77

Saturday, May 01, 2010

জ্ঞানী গুনীদের টুকরো খবর



পৃথিবীর সকল জ্ঞানী গুনীজনরাই বড় পরিবারে জন্ম নেননি। তাদের অনেকের অতীতই কেটেছে অনেক কষ্ট করে। কিন্তু তার পরও তারা থেমে যাননি এগিয়ে গেছেন তার অভিষ্ঠ লক্ষ্যে এবং সফলও হয়েছেন। বিশ্বকে উপহার দিয়েছেন অনেক কিছু। তাদেরই কিছু টুকরো খবর নিয়েই এই আয়জন।


এডলফ হিটলারঃ 


ইনি ঠেলাগাড়িতে করে রাস্তার ময়লা পরিষ্কার করতেন। পরবর্তী কালে এই পরিষ্কার কর্মীটিই জার্মানির সর্বময় কর্তা হয়েছিলেন।


উইলিয়াম শেক্সপিয়ার
 

ইনি লন্ডনের গ্লোব থিয়েটারের দর্শক দের গাড়ি পাহাড়া দিতেন। পরবর্তী কালে ইংরেজি সাহিত্য মহাকবি হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন এই ব্যক্তিটি।


টমাস আলভা এডিসন 

গ্রামোফোন, চলচ্চিত্র আবিষ্কার করা বিশ্ব বিখ্যাত বৈজ্ঞানীক টমাস আলভা এডিসন প্রথম জীবনে খবরের কাগজ বিক্রয় করে জীবিকা নির্বাহ করতেন।


ম্যাকডোনাল্ড


প্রথম জীবনে কৃষি কাজ জীবিকা নির্বাহ করতেন ম্যাকডোনাল্ড আর কৃষক থেকে হয়ে গেলেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী।


জোসেফ স্ট্যালিন
রাশিয়ার এই সর্বময় কর্তা প্রথম জীবনে ছিলেন একজন মুচি। জুতো সেলাই করাই তার জীবিকা নির্বাহের মাধ্যম।


বেনিতো আমিল্কারে আন্দ্রেয়া মুসোলিনি

মুসোলিনি প্রথম জীবনে একটি মুদির দোকানে কাজ করতেন। পরবর্তী কালে এই মুদির দোকানীই ইতালি শাসন করেছিলেন। (জুলাই ২৯ , ১৮৮৩- এপ্রিল ২৮, ১৯৪৫)


মাইকেল ফ্যারাডে


ইনি কলেজে ভৃতের কাজ করতেন। আর সেই ভৃতই পরবর্তী কালে ‘ডায়নামো’ আবিষ্কার করে বড় বিজ্ঞানী হয়েছিলেন।


আলভেরিং 


তিনি ছিলেন বিদেশী জাহাজের ভৃত ছিলেন এবং পরর্বতী কালে ইনিই ভারতের একজন বড় ধনীদের একজন হয়েছিলেন।

সংগ্রহ

0 comments:

Post a Comment