আমরা যার আমাদের অনেকটা সময় ইন্টারনেটে ব্যয় করি তার মোটামুটি সবাই এক বা একাধিক ব্লগের অধিকারী। আর সবাই আমরা অনলাইন এ্যাডভ্যাটাইজিং সর্ম্পকে জানি বেশির ভাগ ক্ষেত্রে আমরা অনলাইন এ্যাডভ্যাটাইজিং প্রোগ্রমগুলো (এ্যাডস্যান্স, এ্যাডব্রাইট, বিডভ্যাটাইজার প্রভৃতি) ব্যবহার করে থাকি। এই অনলাইন এ্যাডভ্যাটাইজিং প্রোগ্রমগুলো ছাড়াও আমরা নিজেরাও আমাদের ব্লগ বা সাইটে এ্যাড দিতে পারি। খুব একটা কঠিন কিছু না ফটো এডিটিং সফটওয়্যারে এ্যাডের জন্য ফটো এডিট করে ১২৫×১২৫ করে নিতে হবে। এখন কোন ফ্রি ইমেজ হোস্টিং সাইটে ফটোটা আপলোড করে নিয়ে আর কিছু কোড লিখেলই কাজ শেষ।
এবার ধাপে ধাপে পুরো বিষয় টা আবার র্বণনা করছিঃ (র্বণনার সুবিধার্থে ব্লগারকে ব্যবহার করলাম)
প্রথমে, আপনার এ্যাডে যে ছবি গুলো ব্যবহার করবেন তা ফটোসপ কিংবা অন্য কোন ফটো এডিটিং সফটওয়ার দিয়ে এডিট করে ১২৫×১২৫ করে নিন।
তৃতীয়ত, ব্লগারে আপনার ব্লগ এডিটরে গিয়ে Add a gadget থেকে Html/Java gadget টি খুলে নিচের কোড গুলো পেষ্ট করুন।
এভাবে সব কয়টি লাইন পুরন করুন চাইলে প্রয়োজন মত কমাতে/বাড়াতে পারবেন।এবার Save করুন।আপনার ব্লগে এ্যাড গুলো দেখতে পাবেন।
প্রতিবেদনঃ সংগ্রহ
0 comments:
Post a Comment