যদি তোমাদের কাছে ভাল মানের একটি থেকে থাকে এবং ছবি তোলা কিছু কলাকৌশল যদি তোমার জানা থাকে তবে সেটাকে কাজে লাগিয়ে তুমিও একটা ভাল অংকের অর্থ উপার্জন করতে সক্ষম। এ ক্ষেত্রে এনালগ ক্যামেরায় কাজ চলে তবে বর্তমানে ডিজিটাল ক্যামেরার ব্যাপক ব্যবহার চলছে। আর তার কারন হল সহজে ছবি তোলা যায়, প্রিভিউ দেখা যায়, সহজে কম্পিউটারে ছবি ট্রান্সফার করা যায়। যদি ডিজিটাল ক্যামেরা ব্যবহার করা সম্ভব না হয় অর্থাৎ যদি এনালগ ক্যামেরায় কাজ চালাতে হয় তবে ক্যামেরায় তোলা ছবিগুলো নূনতম ২৭০০ পিপিআই রেজুলেসনে ভাল কোন স্ক্যানারে স্ক্যান করে কম্পিউটারে ছবি ট্রান্সফার করতে হবে। আর ডিজিটাল ক্যামেরা ব্যবহার করলে এটা নিশ্চিত হয়েনিতে হবে ডিজিটাল ক্যামেরাটি যেন নূনতম ৫ মেগপিকজেল বা তার থেকে বেশি রেজুলেসনের হয়। বর্তমানে ক্যামেরা যুক্ত মোবাইল ফোন কিনতে পাওয়া যায়। যা এ কাজের জন্য ব্যবহার করা যেতে পারে যদিও এই ক্যামেরা যুক্ত মোবাইল গুলো এ কাজের জন্য উপযুক্ত নয়। এক্ষেএে ডিজিটাল ক্যামেরাই সব থেকে নির্ভরযোগ্য ও গ্রহনযোগ্য সমাধান।
এখন নিজেকে তৈরি করতে হবে ফটো সুটের জন্য। যখন ফটো সুটের জন্য বের হবেন তখন অবশ্য প্রয়োজনীয় জিনিসগুলো সঙ্গে নিয়েছেন কিনা ঠিক মত দেখেনিন। আপনি যেকোন বিষয়ে অথবা যেকোন জিনিসের ছবি তুলতে পারেন। তবে আমাকে যদি জিজ্ঞাসা করেন তবে আমি বলব প্রকৃতি থেকে আপনা ছবির বিষয়বস্তু নির্বাচন করুন। যেমন পাহাড়, গ্রাম, ধান ক্ষেত, সাগর, পাখি অথবা আপনার যা মন চায়।
কিছু ছবি আছে যেগুলো খুবই ভাল দামে বিক্রি করা সম্ভব যেগুলো কিনা চিহ্ন অথবা ট্র্যাডর্মাক হিসেবে ব্যবহৃত হয়। যেমন বই কিংবা ক্যালেন্ডারে অথবা ব্যাগ, পেন্সিল, কলম ইত্যাদিতে। যখন কোন কিছুর ছবি তুলবেন তখন আলো ও এর অবস্থানের উপর নজর রাখতে হবে। মনের মাধুরী মিশিয়ে ছবি তুলুন এবং বিক্রির জন্য এখানে যান, একটি একাউন্ট তৈরি করুন যা সম্পূর্ন বিনামূল্য। এই সাইটে আপনার কিছু ছবির নমুনা প্রমান হিসাবে চাইবে। আপনার সব থেকে ভাল তিনটি ছবি নির্বাচন করুন এবং জমা দিন। আপনার একাউন্ট এপ্রুভ হওয়ার পর আপনি আপনার ইচ্ছা মত আরো ছবি পাঠাতে পারবেন বিক্রির জন্য। আপনা প্রতিটি ছবি বিক্রির জন্য আপনি মোট আয়ের ৪০% বা এর উপরও পেতে পারেন।
আপনারা আর একটি সাইট দেখতে পারেন ফটোলিয়া যা আইস্টকফটো এর মতই কাজ করে। ক্রেতাদের কাছে এই দুইটি সাইট খুবই জনপ্রিয়। প্রতিদিন প্রায় কয়েক হাজার মানুষ এই সাইটগুলো ভ্রমন করে ছবি কেনার জন্য। তাই আপনাকে ক্রেতাদের চাহিদা বুঝে ছবি তুলতে হবে। সব থেকে বড় কথা হল ছবি একবার বিক্রি করলেই শেষ হয় না বারবার বিক্রি করা যায়। আপনার ছবিও বিক্রি হতে পারে বার বার।
এবার আসি কি ভাবে আপনি আপনার অর্জিত অর্থ হাতে পাবেন। এই সাইটগুলোর বেশ কিছু পেমেন্ট মেথর্ড আছে পেপেল, ব্যাংক চেক, মানিবুকার, ডেবিড কার্ড যার মাধ্যমে বিশ্বের যে কোন স্থান হতে আপনি আপনা পেমেন্ট পেতে পারেন। এই পেমেন্ট মেথর্ডগুলোর মধ্যে পেপেলের কার্যক্রম আমাদের দেশে নেই। আর অন্য সব গুলো ব্যবহার করে টাকা সংগ্রহ করতে পারেন।
ফটোগ্রাফির মাধ্যমে যদি এই পথে টাকা আয় করতে চান তবে ফটোগ্রাফির উপর কিছু পড়াশুনা করুন অথবা ফটোগ্রাফির কোন ছোট বা সংক্ষিপ্ত কোর্স করুন। এই লাইনে প্রথম প্রথম কিছু অসুবিধার সম্মুখীন হতে হতে পারে কিন্তু যদি একাত্তচিত্তে কাজ করেন তবে বাধাগুলো পারকরতে পারবেন সহজে।
প্রতিবেদনঃ নিজস্ব
vaia apni ki earn korechen? mobile no ta pete pari?
ReplyDelete